রিমন পালিতঃ বান্দরবান প্রতিনিধিঃ উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে বান্দরবানে পাড়া ভিত্তিক উন্মুক্ত বৈঠকের আয়োজন করা হয়েছে।
২ সেপ্টেম্বর বুধবার বিকালে বান্দরবান জেলা তথ্য অফিসের আয়োজনে ৪ নং সুয়ালক ইউনিয়নের ম্রলংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে উন্নত ও
সমৃদ্ধশালী করে গড়ে তোলার লক্ষ্যে পাড়া ভিত্তিক উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে।
জেলা তথ্য কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে পাড়া ভিত্তিক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাঘাটা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মোঃ হাসান আলী সহ উপস্থিত সকল গ্রামবাসী।
অনুষ্ঠানে অতিথিরা বঙ্গবন্ধুর উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন দিক সম্পর্কে উন্মুক্ত আলোচনা করেন। পরবর্তীতে উক্ত বৈঠকে উপস্থিত সকল পাড়াবাসীর মাঝে মাক্স বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।