তুষার হাবীব ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১৫ নং ফুলহরি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী জামিনুল রহমান বিপুল ও তার কর্মী সমর্থকদের উপর স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার ঘটনা ঘটছে বলে জানা যায় ।
গতকাল (২১/১২/২০২১) তারিখে বিকাল প্রায় ৫ ঘটিকার সময় স্বতন্ত্র প্রার্থী মোঃ আওলাদ হোসেনের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া ও মাইক ভাংচুরসহ ভ্যান চালকের উপর হামলার ঘটেছে বলে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মোঃ আওলাদ হোসেন। এছাড়া আনুমানিক রাত ৯.৩০ এর সময় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে রেজাউল ইসলাম বাবু নামের এক ব্যক্তির উপর হামলা করে জামিনুল রহমান বিপুলের কর্মী সমার্থকরা। এছাড়াও ইউনিয়নের পুটিমারি এলাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক দের দোকান ভাংচুর চালিয়েছে নৌকা প্রার্থীর সামর্থকেরা। এছাড়াও গত (২০/১২/২০২১) তারিখে ফুলহরি বাজারে বিভিন্ন দোকানে হামলার অভিযোগ রয়েছে।
এই বিষয়ে রেজাউল ইসলাম বাবু বলেন, আমি গতকাল নির্বাচনের প্রচারণা শেষে বাড়ি ফিরছিলাম এসময় নৌকার সামর্থকরা আমার উপর হামলা চালায় ও মোটরসাইকেল ভাংচুর করেন। এই বিষয়ে নৌকার প্রার্থী জামিনুল রহমান বিপুল বিষয়টি অস্বীকার করে বলেন, আমার জয় নিশ্চিত ভেবে স্বতন্ত্র প্রার্থী সাংবাদিকদের কাছে এমন মিথ্যা তথ্য দিচ্ছে।