পাবনায় পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের জেলা পুলিশের সংবর্ধনা

পাবনা প্রতিনিধি : পাবনায় পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে তাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা সদর আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রাঙা প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রোকনুজ্জামান সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি চারণ করেন, অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে এম সোহরাব আলী, অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম। অনুষ্ঠানে পাবনা জেলার ৮২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করা হয়।

গোলাম ফারুক প্রিন্সজেলা পুলিশ পাবনা
Comments (0)
Add Comment