পাবনায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ‘শুভ বড়দিন’ উদযাপিত

পাবনা প্রতিনিধি : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর ধর্মীয় নানা আয়োজনের মধ্যদিয়ে পাবনায় পালিত হয়েছে খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’। বড়দিন উদযাপন উপলক্ষ্যে পাবনার সকল গীর্জা আলোকসজ্জা করা হয়। বাড়িতে বাড়িতে ক্রিসমার্স ট্রি সাজানো, গোশালা তৈরী, পিঠা তৈরী সহ নানা আয়োজনে খ্রীস্টান বাড়ি গুলো হয়ে উঠে উৎসবমুখর।
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে সকাল নয়টায় অনুষ্ঠিত হয় বড়দিনের বিশেষ প্রার্থণা। প্রার্থনা পরিচালনা করেন পাবনা ব্যাপ্টিষ্ট চার্চের পালক মি. ইসাহাক সরকার। প্রার্থনায় দেশের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়। প্রার্থণা শেষে বড়দিনের বিশেষ কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধানসহ অনেকে।

পাবনায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ‘শুভ বড়দিন’ উদযাপিত
Comments (0)
Add Comment