পাবনা প্রতিনিধি : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর ধর্মীয় নানা আয়োজনের মধ্যদিয়ে পাবনায় পালিত হয়েছে খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’। বড়দিন উদযাপন উপলক্ষ্যে পাবনার সকল গীর্জা আলোকসজ্জা করা হয়। বাড়িতে বাড়িতে ক্রিসমার্স ট্রি সাজানো, গোশালা তৈরী, পিঠা তৈরী সহ নানা আয়োজনে খ্রীস্টান বাড়ি গুলো হয়ে উঠে উৎসবমুখর।
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে সকাল নয়টায় অনুষ্ঠিত হয় বড়দিনের বিশেষ প্রার্থণা। প্রার্থনা পরিচালনা করেন পাবনা ব্যাপ্টিষ্ট চার্চের পালক মি. ইসাহাক সরকার। প্রার্থনায় দেশের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়। প্রার্থণা শেষে বড়দিনের বিশেষ কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার , পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, ব্যাপ্টিষ্ট চার্চের সভাপতি দ্বীপ্তি তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক প্রলয় চাকি, পাবনা ব্যাপ্টিষ্ট চার্চের সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক হীরক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, জেলা ছাত্রলীগের সাবেক নেতা সরদার স্বপন আহমেদ সহ অনেকে।