সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে খ্রীষ্টান ধর্মাবল্বীদের বড়দিন উদযাপন করা হয়েছে।২৫ডিসেম্বর শনিবার ডোমার উপজেলায় দিনটি ঘিরে সকালে থেকেই চার্চগুলোতে গান,প্রার্থনা,বাইবেল পাঠ,কেক কেটে দিনটি ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালন করে খ্রীস্টান ধর্মাবল্বীরা।সোনরায় ইউনিয়নে সিটি চার্চএ দিনটি পালন কালে উপস্থিত ছিলেন পাষ্টর,জগদীশ রায়,সম্পাদক শুশিল রায়।
এবারে চার্চগুলোতে আলোর ঝলকানী লাল,নীল,বেলুন দারা বর্নিল সাজে,মনোমুগ্ধকর পরিবেশ বিরাজ করছে।ছোট্ট শিশু থেকে বড়,সবাই নতুন পোশাক পরিধান করে একে অপরের সাথে চলছে নানা ভাবে আনন্দ ভাগাভাগির আবেগ ঘন সময়।এবারে নির্বিঘ্নে বোড়াগাড়ী,সোনরায়,পাঙ্গামটুকপুর ইউনিয়নে ৫টি চার্চে সুন্দর পরিবেশে বড়দিন পালন করা হয়েছে,উপজেলা খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মজিন রায় নিশ্চিত করেন।