পাবনা প্রতিনিধি : ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে পাবনার ১টি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোট প্রদান করছেন। কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই ভোটারদের দীর্ঘলাইন দেখা গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো।
জেলার ৩টি উপজেলার ১৮টি ইউনিয়নের ১৯৪টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। মোট ৮০ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৭৯৭। আটঘরিয়া পৌরসভা নির্বাচন ইভিএম মেশিনে অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে নির্বাচনী সহিংসতায় এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নিহত হওয়ায় সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে নির্বাচন বাতিল করেছেন নির্বাচন কমিশন।