আল এনায়েত করিম রনি,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে জেলা পর্যায়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জিলুফা সুলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এসময় আরো বক্তব্য রাখেন পৌর মেয়র কাজিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মঞ্জুলুল হক, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।
লজিক প্রকল্প জলবায়ু পরিবর্তনের সাথে সাথে স্থানীয় জনগোষ্ঠীকে খাপ খাওযাতে কুড়িগ্রাম জেলার চিলমারী, রৌমারী ও চর রাজীবপুর উপজেলার ১০টি ইউনিয়নে তাদের কার্যক্রম বাস্তবায়ন করছে। ২০১৭ সাল থেকে ২০২৩সালের জুন পর্যন্ত তাদের কার্যক্রম চলমান থাকবে। এই প্রকল্পের মাধ্যমে গত ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৪ কোটি ৫৫লক্ষ ৭৪ হাজার ১৫০ টাকার প্রকল্প হাতে নিয়েছে।