সুজানগরে জলাশয় নিয়ে বিরোধে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ : ১৮ গুলিবিদ্ধসহ আহত ২৫

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলা ও আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের ভাটিকয়া গ্রামে রোববার দুপুরে একটি জলাশয় ও এলাকার আধিপত্য নিয়ে বিরোধের জেরে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৮ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছেন। এসময় তিন জনকে আটক করেছে পুলিশ।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় উজ্জ্বল(৩২), রইজ(৩৮), রাশু মেম্বর(৩৫), মঞ্জু(৩০), সাহেব আলী(৩২), রান্নু(৪০), রাকিব(৪২), আব্দুল খালেক(৩৫) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার রানীনগর ইউনিয়নের ভাটিকয়া গ্রামে একটি জলাশয় ও এলাকার আধিপত্য নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহিন হোসেন মাষ্টার ও খাইরুল ইসলামের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার দুপুরে শাহিন গ্রুপ ও খাইরুল ইসলাম গ্রুপের লোকজন লাঠিসোটা ও অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৮ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছেন। আহতরা পাবনা জেনারেল হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছে।

এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময়ে আবারও রক্তক্ষয়ী সংর্ষের আশংকা করছে স্থানীয়রা।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সুজানগরসুজানগর উপজেলাসুজানগর উপজেলা আপডেট নিউজসুজানগর উপজেলা নিউজসুজানগর উপজেলা সংবাদসুজানগরে জলাশয় নিয়ে বিরোধে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ
Comments (0)
Add Comment