মাহফুজ আলম, নিজস্ব প্রতিনিধি কাপ্তাই ( রাঙামাটি) থেকে : কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানার পুলিশ ( অফিসার ইনচার্জ)ইকবাল বাহার চৌধুরী অর্পিত দায়িত্ব কর্তব্য পালনে প্রশংসনীয় রাখার গৌরব অর্জন করায় ১১ জানুয়ারি দুপুরে রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ইকবাল বাহার চৌধুরী শ্রেষ্ঠ ওসি উপাধিতে ভূষিত হন। এ সংবাদ কাপ্তাই উপজেলায় পৌঁছার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনে ছেঁয়ে গেছে। জানা যায় গেল মঙ্গলবার ১১ জানুয়ারি রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মীর মোদ্দাছ্ছের হোসেনের সভাপতিত্বে রাঙামাটিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুলিশ সদস্যদের মাসিক কল্যাণ সভা ও ডিসেম্বর/২০২১খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত ভিডিও কনফারেন্সে রাঙ্গামাটি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানা, ফাঁড়ি ও ক্যাম্পের ইনচার্জগণ সংযুক্ত ছিলেন।
সভায় রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন বক্তব্যে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও করোনা ভাইরাস এর ভ্যারিয়েন্ট ওমিক্রন সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য ডিসেম্বর/২০২১ খ্রি. মাসের অভিন্ন মানদন্ডের আলোকে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করা হয়। জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হন জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল), রাঙ্গামাটি পার্বত্য জেলা। শ্রেষ্ঠ অফিসার ইনর্চাজ হিসেবে নির্বাচিত হন জনাব মো: ইকবাল বাহার চৌধুরী, চন্দ্রঘোনা থানা, রাঙ্গামাটি পার্বত্য জেলা। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক(তদন্ত) হিসেবে নির্বাচিত হন জনাব মোহাম্মদ আফজাল হোসাইন, কোতয়ালী থানা, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
শ্রেষ্ঠ এসআই(নিঃ) হিসেবে নির্বাচিত হন জনাব দয়াল হরি ভৌমিক, লংগদু থানা, রাঙ্গামাটি পার্বত্য জেলা। শ্রেষ্ঠ এএসআই(নিঃ) হিসেবে নির্বাচিত হন জনাব মো: জাহেদুল ইসলাম, কাপ্তাই থানা, রাঙ্গামাটি পার্বত্য জেলা। শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয় বরকল থানা, রাঙ্গামাটি পার্বত্য জেলা।