সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৮ অসাধু ব্যবসায়ীকে ৪,৬৫,০০০/-জরিমানা করেছে র‌্যাব -১২ এর ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৮ অসাধু ব্যবসায়ীকে ৪,৬৫,০০০/-জরিমানা করেছে র‌্যাবের-১২ এর ভ্রাম্যমাণ আদালত । গতকাল রবিবার ৬ সেপ্টেম্বর গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (মিডিয়া অফিসার) , সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এর নেতৃতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকায় খাবার হোটেল ,মিষ্টির দোকান,বেকারিতে অভিযান পরিচালনা করেন। এসময়ে নিম্নমানের খাবার পরিবেশন ও ওজনে কম দেওয়ায় , নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করার দায়ে এবং সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানায় ০৮টি দোকানের মালিককে আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার এক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমেদ এর আদালতে হাজির করা হলে আদালত নিম্নবর্ণিত ব্যক্তিদেরকে বিভিন্ন অর্থ দন্ডে দন্ডিত করেন । অর্থ দন্ডে দন্ডিত ব্যক্তিরা হলেন ১। মো: আইনুল হক (৪৪), ১,০০,০০০/- ২। মোঃ হাবিবুর রহমান (৪৫), ১,০০,০০০/- ৩। শামসুল ইসলাম সাবান (৫০) ২০,০০০/- , ৪। রবিউল করিম (৪৫), ১,৪০,০০০/- ৫। শ্রী আনন্দ ঘোষ(৫০) ১০,০০০/- ৬। প্রদীপ ঘোষ(৫৫), ৫,০০০/-৭। রঞ্জন গেঘোষ (৪০), ৭,০০০/- ৮।আব্দুর রহমান (৫৫), ২০,০০০/- উল্লেখিত ব্যক্তিদের আইন বিএসটিআই(২০১৮) ৩১ ধারায়, ওজন ও পরিমাপক নিয়ত্রন আইন(২০১৮), ২৪(৩)/৪১ এবং খাদ্য নিরাপত্তা আইন (২০০৯) ৪৩ ধারায় মোতাবেক সর্বমোট ৪,৬৫,০০০/- জরিমানা করা হয়। ভেজাল খাদ্য/ওজনে কম দেওয়ার এর বিরুদ্ধে র‌্যাব-১২ এর অভিযান অব্যহত থাকবে। র‌্যাব-১২ কে তথ্য দিন। জঙ্গী,মাদক,অস্ত্রধারী ও ভেজাল রোধে অংশ নিন।

র‌্যাব-১২র‌্যাব-১২ সিরাজগঞ্জর‌্যাব-১২ সিরাজগঞ্জ নিউজর‌্যাব-১২ সিরাজগঞ্জ সংবাদ
Comments (0)
Add Comment