রিজাউল করিম সাতক্ষীরা প্রতিনিধি : করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রন প্রতিরোধে সাতক্ষীরার সাধারণ মানুষ ও পথচারিদের মাঝে সচেতনতা সৃষ্টি এবং স্বাস্থ্যবিধি মানাতে মাস্ক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে শহরের খুলনারোড মোড়, লাবনী মোড় ও সঙ্গীতা মোড় এলাকায় উক্ত মাক্স বিতরণ করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর কৃষ্ণা রায়, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ নুুরুল আমিন প্রমুখ। এ সময় জানানো হয়, প্রতিদিন এই মাস্ক বিতরণ কার্যক্রম চলমান থাকবে এবং মানুষকে সাস্থ্য বিধি মেনে চলার আহবান জানানো হবে। স্বাস্থ বিধি না মানলে আগামীতে মোবাইল কোর্ট পরিচালনা মাধ্যমে জরিমানা করা হবে বলেও জানানো হয়।