এস এম রিমন হোসেন, স্টাফ রিপোর্টার : পাকশী ফুটবল টেনিং সেন্টারে ক্রীড়া সামগ্রী প্রদান করলেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, ঈশ্বরদী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির যুগ্ন আহ্বায়ক যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।
বৃহস্পতিবার ২০ জানুয়ারী বিকালে ঐতিহাসিক পাকশী রেলওয়ে আমতলা মাঠে পাকশী ফুটবল টেনিং সেন্টারের প্রশিক্ষক নুর হকের হাতে পাকশী ফুটবল টেনিং সেন্টারের সকল খেলোয়ার বৃন্দের খেলার মানোন্নয়নের জন্য তিনটি ফুটবল প্রদান করেন যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।
ক্রীড়া সামগ্রী বিতরণ কালে তিনি বলেন, ছাত্র-যুবকরা জাতির ভবিষ্যৎ। একমাত্র খেলাধুলা পারে সমস্ত অন্যায়, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে যুবকদেরকে বিরত রাখতে। এজন্য সকলকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।
তিনি আরও বলেন খেলাধুলার মতো সৃজন কাজকে বাদ দিয়ে দেশের উন্নয়ন কখনও সম্ভব নয়। আজ বাংলাদেশের তারুণ্য জেগে উঠেছে।তারুণ্য এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে।বাংলাদেশকে সুশৃঙ্খল আর মাদকবিরোধী সফল রাষ্ট্রে পরিণত করতে হলে তরুণ সমাজকে বেশি বেশি করে খেলাধুলায় সম্পৃক্ত থাকতে হবে বলেও তিন মত দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পাকশী ফুটবল টেনিং সেন্টারের সভাপতি আব্দুর রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক ভুটান, সহকারী শিক্ষক আবু আরিফ, যুবলীগ নেতা রকিবুল ইসলাম, রাশেদুল ইসলাম, জসিম বিশ্বাস, পাকশী ১ নং ওয়ার্ড আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাদশা সহ প্রমূখ।