ইউসুফ আলী মন্ডল, নকলা প্রতিনিধি : আগামী ৩১ জানুয়ারী ময়মনসিংহ এর ফুলপুরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫২ জন, সাধারণ সদস্য পদে ৪১৭ জন, সংরক্ষিত ১১৭ জন, ১০৫টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২লাখ ৩৮ হাজার ৮শত ৬২ জন । শনিবার মাঠ পর্যায়ে গেলে ২নং রামভদ্রপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিক নিয়ে চরনিয়ামত গ্রামের বিভিন্ন ভোটারের কাছে পায়ে হেঁটে গণসংযোগ করছেন। রামভদ্রপুর ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সাইফুল ইসলাম অনেকটা এগিয়ে রয়েছেন বলে জানালেন সাধারণ ভোটার গণ। তিনি এর আগেও দুই দুই বার চেয়ারম্যান ছিলেন। ফুলপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। চেম্বার অফ কমার্স ময়মনসিংহের সদস্য, ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক।
শেরপুর ২ নকলা নালিতাবাড়ী আসন্নে নির্বাচন করতে চান ড. রফিকুল ইসলাম বেলাল শেরপুর-২ নকলা-নালিতাবাড়ী আসনে আওয়ামী লীগের টিকেট পেতে মরিয়া হয়ে পড়েছেন ড. রফিকুল ইসলাম বেলাল। বেলালের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলার ছত্রকোনা গ্রামে। জেঠা চেয়ারম্যান ছিলেন মরহুম মোফাজ্জল হোসেন। তিনি ছাত্র আমলে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনে আত্ম নিয়োগ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শেয়ার ব্যবসায় দেশে বিদেশে রয়েছে তার সুনাম। তার ছোট ভাই আবু বকর ফারুক নকলা উপজেলার ২নং নকলা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মটর সাইকেল প্রতিক নিয়ে চতুর্থ ধাপের নির্বাচনে বিজয়ী হয়েছেন। তার পরিবার নকলার মধ্যে উল্লেখ্য যোগ্য পরিবার। তার বাবার নামে একটি দাখিল মাদরাসা, একটি মসজিদ ও একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তিনি নকলা নালিতাবাড়ী সাধারণ মানুষের সাথে খোলামেলা মত প্রকাশ করছেন এবং দোয়া আশির্বাদ চেয়েছেন।