করোনায় আক্রান্ত সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির

রিজাউল করিম সাতক্ষীরা: করোনায় আক্রান্ত হয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির। বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি জেলা প্রশাসকের বাংলোয় চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার জানান, সাতক্ষীরার জেলা প্রশাসকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বাসায় চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

তিনি বলেন, এটি ওমিক্রণ ভেরিয়েন্ট কীনা সেটি এখনই বলা যাবে। একটু জ্বর ছিল। এখন তিনি স্বাভাবিক রয়েছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ৭১ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। শতকরা হিসেবে আক্রান্তের হার ২৯ দশমিক ৮৩ ভাগ। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন দুইজন।

করোনায় আক্রান্ত সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবিরসাতক্ষীরা জেলা প্রশাসকসাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির
Comments (0)
Add Comment