পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে প্রেমের কারণে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। ঘটনাটি ঘটেছে গত ৮ সেপ্টেম্বর বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামে। নিহত স্কুলছাত্রী হলো ওই গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে ও ধুলাউড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী শ্রাবন্তী খাতুন মৌ (১৩)। খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়। এ ব্যাপারে চাটমোহর থানায় একটি ইউডি মামলা হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে.স্কুলছাত্রী মৌ’র সাথে প্রেমের সম্পর্ক ছিল পাশের বোয়ালমারী গ্রামের লুৎফর রহমানের ছেলে পিয়াস-এর। বিষয়টি লোকজন জানাজানি হলে মৌ-এর পরিবার তাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী মঙ্গলবার দুপুর নাগাদ মৌ-এর মা-বাবাসহ অন্যরা চাটমোহরের দোলং এলাকায় ছেলে দেখার জন্য আসেন। ছেলে পছন্দ হলে বিয়ের পাকা কথা হয়।
এদিকে খবর পেয়ে পিয়াস মৌদের বাড়িতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে মৌ এর সাথে ঘরের মধ্যে অসামাজিক কাজে লিপ্ত হয়। এক পর্যায়ে পাশের বাড়ির গোলাম মোস্তফার ছেলে নাজিম ও বদরের ছেলে মতিন তাকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেয়। বিষয়টি গ্রামে জানাজানি হলে লোক লজ্জায় আর বিয়ে হবে না ভেবে মৌ ঘরের দরজা আটকে দিয়ে ঘরের ডাবের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
মা-বাবা বাড়িতে এসে ঘরের দরজা ভেঙে মৌকে ফাঁসি থেকে নামিয়ে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ডাক্তার জানায় সে আগেই মারা গেছে। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান,লাশের ময়নাতদন্ত রিপোর্ট পেলেই আত্মহত্যার কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।