রিয়াজ হোসেন (লিটু) নাটোর : তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রামকে শহরে রুপান্তরিত করেছে। গ্রামে বসবাস করে শহরের সুবিধা ভোগ করছে। এদেশের কৃষক-শ্রমিক, দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে জননেত্রী শেখ হাসিনা। বিএনপি-জামায়াত কখনো মানুষের কথা ভাবেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কথা ভাবে। তিনি ভূমিহীন মানুষদের ঘর উপহার দিয়েছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিংড়া পৌরসভার ১২টি ওয়ার্ডে বসবাসরত দরিদ্র, অনগ্রসর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং দূর্যোগপ্রবণ এলাকার জনগোষ্ঠীর নিরাপদ খাদ্য সংরক্ষণের জন্য হাইজহোল্ড সাইলো সরবরাহ শীর্ষক প্রকল্পের আওতায় উপকার ভোগীদের মধ্যে পারিবারিক সাইলো বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, গত বন্যায় সিংড়া উপজেলার প্রায় অর্ধেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। দুটি এলাকায় বাঁধ ভেঙ্গে গিয়েছিল। ৩৮টি পরিবার তাঁদের জায়গা হারায়। আমরা তাঁদের পাশে দাঁড়িয়েছি, খাবার দিয়েছি। বন্যা কবলিত পরিবারের পাশে থেকেছি। করোনা ও বন্যায় ৭২ হাজার পরিবারকে খাদ্য দিয়েছে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের মাধ্যমে ১ কোটি ২৬ লক্ষ ৬৪ হাজার ৫০০ টাকার অনুদান দিয়েছি। নগদ ২০ লক্ষ টাকা ও শিশুখাদ্য দিয়েছি।
৫টি মৌলিক অধিকার নিশ্চিত করেছিল বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু যখন দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছিল তখন ৭১ এর পরাজিত সৈনিকরা স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে। বর্তমানে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ করছে। শনিবার বেলা ১১টায় সিংড়া গোডাউন চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হারুন-অর-রশিদ, উপজেলা আ’লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস। সিংড়া পৌরসভার ১২টি ওয়ার্ডের ৮০২টি পরিবারের মাঝে সাইলো বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস ছালাম বিশ্বাস, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।