সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : কয়েক দিনের শীতে বিপর্যস্ত নীলফামারী বাসী। বিশেষ করে শীতের দাপটে খেটে খাওয়া মানুষ গুলো পড়েছে চরম বিপাকে, দিনমজুর মঙ্গলু চন্দ্র জানান শীতে বিছানা থেকে উঠতে দেরিহলে কাজ পাওয়া যায়না, সেদিন না খেয়ে থাকতে হয়, সরকার যদি কোন ব্যবস্থা করত তাহলে আমাদের দিনমুজুরদের একটু ভালো হতো। জেলা জুড়ে শুরু হয়েছে মৃদু থেকে মাঝারি শৈত প্রবাহ। খড়কুটোয় আগুন জালিয়ে, মোটা গরম কাপড়ে শীত নিবারন করছে নিম্ন আয়ের মানুষ।
হেডলাইট জ্বালিয়ে রাস্তায় ধীরে ধীরে চলাচল করছে যানবাহন। বিকেলের হিমেল বাতাসে বাজারের লোকজন তরঘরি বাড়িতে চলেযাচ্ছে, আয় রোজগার কমে গেছে মানুষের, দেখা দিচ্ছে বাড়িতে বাড়িতে শ্বর্দী, কাশি, জ্বরসহ নানা রোগের প্রকোপ। বেশীদিন এরকম আবহাওয়া দেখা দিলে জনজীবনে নেমে আসতে পারে দুর্ভোগ। সৈয়দপুর আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী রবিবার তাপমাত্রা ছিল ০৮.৪ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।