১৯ ফেব্রুয়ারি পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন

রফিকুল ইসলাম সুইট : আগামী ১৯ ফেব্রুয়ারি শনিবার পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে শনিবার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এম.পি এর পরিচালনায় সভায় অংশগ্রহণ করেন অ্যাডভোকেট শামসুল টুকু এম.পি, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এম.পি, মকবুল হোসেন এম.পি, আহমেদ ফিরোজ কবির এম.পি, নাদিরা ইয়সমিন জলি এম.পি ,পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, সহ পাবনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মনির উদ্দিন আহমেদ মান্না জানান, আগামী ১৯ ফেব্রুয়ারি পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে পুলিশ প্যারড গাউন্ডে। কাউন্সির হবে ৩৮৬ জন। অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এম.পি। উদ্বোধন করবেন সভাপতি মন্ডলীর সদস্য মো. আব্দুর রহমান। সদর উপজেলা শাখা ও পাবনা পৌরসভা শাখা আওয়ামী লীগের সম্মেলন পিছানোর সিদ্ধান্ত হয়েছে এবং সাঁথিয়া উপজেলা শাখা ও বেড়া উপজেলা শাখা আওয়ামী লীগের সম্মেলন দ্রুত করার তাগিদ দেয়া হয়েছে।

২০১৪ সালের ২০ ডিসেম্বর পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ১ বছর ৩ মাস পর ৯৩ সদস্য বিশিষ্ঠ জেলা কমিটি অনুমোদন দেয়া কেন্দ্রিয় আওয়ামী আওয়ামী লীগ। সম্মেলনের সময় ঘনিয়ে আসলেও পদপ্রার্থীদের মধ্যে তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। সম্মেলনে সভাপতি পদে শামসুল হক টুকু এমপি, রেজাউল রহিম লাল, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এম.পি, পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু , ইদ্রিস আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আবদুর রহিম পাকন, তৌফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু এবং সাধারণ সম্পাদক পদে গোলাম ফারুক প্রিন্স এম.পি ও মাজহারুল ইসলাম মানিকের নাম শোনা যাচ্ছে।

 

১৯ ফেব্রুয়ারি পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন
Comments (0)
Add Comment