র ই রনি: অসাম্প্রদায়িক চেতনা নিয়ে পাবনা কুলনাশা বাউল সঙ্গ ‘র সভাপতি বাউল রাজিবের সভাপতিত্বে বাউল ও লোক সংগীত প্রেমী শিল্পী ও অনুরাগীদের মাঝে দক্ষিণা, শীতবস্ত্র ও বাউল কর্মী সভার আয়োজন করেন। ভাষা আন্দোলনে ব্রত সকল ভাষা শহীদ ও বুদ্ধিজীবিদের প্রতি গভীর শ্রদ্ধা নিয়ে উদযাপন হয়। ব্যাতিক্রমী এই সাংস্কৃতিক বোধের আলোচনামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সুহৃদ উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, সম্মানিত অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুর নাহার রেখা , পাবনা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুসফিকুর রহমান ।
আব্দুর রব বগা মিয়া উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপস্থিত বাউল শিল্পী ও সংগীত প্রেমীদের মাঝে শীতবস্ত্র বিতরণের এক পর্যায়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা রেইনা আগত শিল্পীদের উদ্দেশ্য বলেন সরকারের সহযোগিতাপুর্ন এই উদ্দোগে সারাদেশের মানুষের জন্য বরাদ্দকৃত শীতের তীব্রতায় কুলনাশা বাউল সঙ্গ গাছপাড়া পাবনার মাধ্যমে সংগীত প্রেমী বাউল শিল্পীদের সঙ্গে আন্তরিক পারস্পরিক হতে পেরে আমি আনন্দিত । এসময় কুলনাশা বাউল সঙ্গের বিভিন্ন অঙ্গ সংগঠনের অঙ্গ সংগঠনগুলির সভাপতি সম্পাদক সহ কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।