বাবা আব্দুল কাদেরকে নিয়ে ছেলে আদরের ফেসবুক পোষ্ট

“আমার বাবা”
হে বীর হে আমার বাবা তুমি ছিলে আমার ছাদ। আমাকে একা রেখে এভাবে চলে যাবে কখনো ভাবতেও পারিনি। তোমার শুন্য তা কখনোই পুরন হবার নয়। সারাজীবন তুমি জনগণের জন্য ভালোবাসা দিয়ে গেলে। হাসপাতাল এ খারাপ অবস্থাতেও বল্লে অক্সিজেন খুলে দাও আমার মিটিং আছে। আসলেই তুমি জাতির জনকের আসল সৈনিক। বিদায়ের সময়ে পেলে গার্ড অফ অনার। হাজার হাজার জনতা বৃষ্টির মধ্যেও জানাজা পরে গেলো। জনগণের ভালো বাসায় তুমি সিক্ত হয়ে চির বিদায় নিলে। তুমি ছিলে একটি নক্ষত্র। তুমি বীর মুক্তিযোদ্ধা।

মাননীয় নেত্রীর কাছে আমার আবেদন আমার বাবার সর্বোচ্চ সন্মান আপনি দিবেন যেটি আমার বাবা নিজ কর্মের মাধ্যমে জনগন ও দেশের মাঝে রেখে গেছেন।

বাবা তোমাকে নিয়ে জারা বিরুপ মন্তব্য করেছিল গুটি কয়েকজন তাদের ভার মহান আল্লাহর কাছে ছেড়ে দিলাম।

হে বীর যোদ্ধা তোমাকে জানাই অজস্র সালাম ও শ্রদ্ধা। বেচেঁ থেকে যে কস্ট তুমি করে গেছো তার জন্য খোদা তোমাকে অবশ্যই জান্নাত বাসী করবেন। ওপারে তুমি ভালো থেকো আমার বাবা।

তুমি শুধু আমার বাবাই ছিলেনা ছিলে আমার বন্ধু। ৬টি বছর তোমার সব জায়গায় সফর সঙ্গী ছিলাম আমি। তাই তোমার বিদায় মেনে নেওয়া আমার অনেক কস্ট হচ্ছে বাবা।
আমাদের জন্য দোয়া করো বাবা। আমরা যেন তোমার রেখে যাওয়া কাজ গুলো তোমার সপ্ন গুলো সঠিকভাবে পালন করতে পারি। তোমার মতই দেশের মানুষের পাশে থাকতে পারি। কথা দিলাম বাবা তোমার সপ্ন আমি পুরন করবই ইনশা আল্লাহ্।

সবাই আমার বাবার জন্য দোয়া করবেন খোদা যেন তাকে বেহেশতে নসিব করেন।
তোমাকে নিয়ে লিখতে গেলে তা কখনোই শেষ হবেনা। তোমাকে অনেক ভালোবাসি বাবা। তুমি বেচেঁ থাকবে হাজার বছর সবার ভালোবাসা নিয়ে।

আব্দুল কাদের পাবনাআব্দুল কাদের বেড়া উপজেলা চেয়ারম্যানপাবনা
Comments (0)
Add Comment