মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার : বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদানসহ ৮ দফা দাবিতে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন রাঙামাটি জেলা শাখা।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন রাঙামাটি – চট্টগ্রাম প্রধান সড়ক দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন তারা।এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের স্কুল কলেজের শতাধিক শিক্ষক-শিক্ষিকা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে এ সময় তারা তাদের কম বেতনে মানবেতর জীবন যাপনের কথা বর্ণনা করেন। স্কুল কলেজের গর্ভনিং বডি ও পরিচালনা পরর্ষদে শিক্ষিত মানুষের অভাবে নানাবিধ সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক- শিক্ষিকারা ।
শিক্ষকরা বলেন, দেশকে এগিয়ে নিতে শিক্ষাকে এগিয়ে নিতে হবে আর এর প্রধান উপায় শিক্ষা খাতকে জাতীয়করণ। একইসঙ্গে শিক্ষকরা তাদের আর্থ সামাজিক উন্নয়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য দাবিগুলো পূরণের জন্য সরকারকে অনুরোধ জানান।
এর পাশাপাশি মুজিববর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের, গর্ভনিং বডি ও ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা, শূন্য পদে ইনডেক্সধারী শিক্ষকদের বদলীর ব্যবস্থা কার্যকর করাসহ, আসন্ন ঈদের আগেই পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদানের দাবি করেন। মানববন্ধন কর্মসূচি পালন শেষে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন রাঙামাটি জেলার স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার স্বাধীনতার শিক্ষক কর্মচারী ফেডারেশন এর আহবায়ক মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মাবুব হাসান বাবু, জয় সীম বড়ুয়া, অনিল বিকাশ চাকমা, সময চাকমা, রঞ্জন বড়ুয়া প্রমুখ।