২৬ ফেব্রুয়ারির পর টিকার প্রথম ডোজ বন্ধ কাপ্তাই বাসীর উদ্দেশ্যে ইউএনও মুনতাসিব জাহান

মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকার প্রথম ডোজ আগামী ২৬ ফেব্রুয়ারি টিকা দেওয়ার পর বন্ধ হচ্ছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে বিভিন্ন মাধ্যম ভার্চুয়াল সংবাদ দিয়ে এ তথ্য জানিয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। তিনি বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২২ সারাদেশে করোনা ভাইরাস প্রতিরোধে গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত হবে এর পর থেকে আর কাউকে প্রথম ডোজ টিকা প্রদান করা হবেনা। ঐ দিনে এক যোগে সারাদেশে এক কোটি লোককে করোনা টিকা ক্যাম্পেইনের মধ্য দিয়ে প্রথম ডোজ টিকাদান সম্পন্ন হবে।

কাপ্তাইয়ের কোন লোক টিকা গ্রহণ না করে থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২২ এ নির্দিষ্ট সময়ের মধ্যে টিকা নেওয়ার জন্য অনুরোধ সহকারে বিভিন্ন মাধ্যমে অবহিত করছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। তিনি কাপ্তাই বাসীর অবগতির জন্য আরো জানান বিদ্যালয়ে পড়েনা এমন ১২ থেকে ১৭ বছর বয়সীরা কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এসে টিকা নিতে পারবেন। এছাড়াও আগামী ২৬ ফেব্রুয়ারি কাপ্তাই উপজেলার প্রত্যেক ইউনিয়নে টিকা প্রদানের জন্য একাধিক বুথ স্থাপন করা হবে। গণ টিকা কার্যক্রমে অংশগ্রহণ করতে অনলাইনে রেজিস্ট্রেশন প্রয়োজন হবে না। সেক্ষেত্রে যারা এখনও টিকা নেয়নি, আমরা তাদের সবাইকে আহ্বান করি, আপনারা এই ক্যাম্পেইনে অংশ নিয়ে টিকা নিয়ে নিন। এর মাধ্যমেই প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করা হবে।

কাপ্তাই উপজেলাকাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
Comments (0)
Add Comment