রিয়াজ হোসেন লিটু, নাটোর: জেলায় বুধবার জমজমাট প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু হয়েছে। বেলা ১১টায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে প্রদর্শনীর উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল। প্রদর্শনীতে নাজমুল ফ্যাটেনিং ফার্মের দেড় হাজার কেজি ওজনের ধলা বাহাদুরের দাম হাকা হয় ২০ লক্ষ টাকা। রিতা ডেইরি ফার্মের ফ্রিজিয়ানা, ইয়াছিন মহিষ ফার্মের মুরাহ, অরণ্য ফার্ম ল্যান্ডের গাড়ল, ইসমতআরা গোট ফার্মের তোতাপুরী ছাগল, হিমেল গোট ফার্মের হরিয়ানা ছাগল, মুক্তার হাঁসের ফার্মের জেলডিন হাঁস, উজ্জল কবুতর ফার্মের লাক্কা, সিরাজী বারহুমার. লালদোবাজ দর্শকদের দৃষ্টি আকর্ষন করে।
কলেজ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাণিসম্পদের উদ্বৃত্ত উৎপাদন ও বৈচিত্র্যকরণের মাধ্যমে নাটোর এখন সমৃদ্ধ জনপদ। খামারীদের উৎসাহী মনোভাব, বাজার সৃষ্টি এবং সরকারের প্রাণিসম্পদ বিভাগের প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর, প্রণোদনা প্রদান ইত্যাদি কার্যকর পদক্ষেপ গ্রহন করার সুফল পাওয়া যাচ্ছে। নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরোজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফা প্রমুখ। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রদর্শনীর আয়োজন করেছে বলে জানান উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ এস এস মেহেদী হাসান।