নিজস্ব প্রতিনিধি : পাবনা র্যাব কর্তৃক নাবহান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর কারখানাতে মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানার মালিক‘কে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা আদায়। আজ ১৪ সেপ্টেম্বর র্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের আভিযানিক দল কৃর্তক ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার (সহকারী পুলিশ সুপার) এর নেতৃত্ত্বে এবং সহকারী পরিচালক (জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা জেলা) মোঃ আব্দুস সালাম এর উপস্থিতিতে পাবনা জেলার চাটমোহর থানাধীন খৈরাশ ভাঙ্গা পাড়া ডিবিগ্রাম এলাকায় নাবহান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এ সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্যহীন, অবৈধ প্রক্রিয়া, প্রতিশ্রুত সেবা ও পণ্য যথাযথ ভাবে সরবরাহ না করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতে নাবাহান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর মালিক মোঃ আব্দুর রাজ্জাক (৩৬), সাং- খৈরাশ ভাঙ্গা পাড়া ডিবিগ্রাম, থানা- চাটমোহর, জেলাঃ পাবনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭/৪৩/৪৫ ধারায় সর্বমোট ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা) জরিমানা করা হয় এবং উক্ত কারখানাটি সিলগালা করা হয়।