রিয়াজ হোসেন লিটু, নাটোর : ভারত সরকার কতৃক নাটোর পৌরসভাকে লাইফ-সাপোর্ট এ্যামবুলেন্স ও চাবি হস্তান্তর করেন ভারত সরকারের পক্ষে ভারতীয় সহকারী হাই কমিশনার রাজশাহী শ্রী সঞ্জীব কুমার ভাটি পৌরসভার মেয়র এবং তিন সংসদ সদস্য হাতে। আজ বুধবার দুপুরে নাটোর পৌরসভার হল রুমে পৌরসভার আয়োজনে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভারতীয় সহকারী হাই কমিশনার রাজশাহী শ্রী সঞ্জীব কুমার ভাটি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোচনা জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শিমুল, নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা বীর আমির হামজা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোতুজা আলী বাবলু, জেলা আইন বিষয়ক সম্পাদক প্রসাদ কুমার তালুকদার সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও পৌরসভার কাউন্সিল গন।