চুয়াডাঙ্গা থেকে পলাশ উদ্দীন : চুয়াডাঙ্গায় বিজিবির ৯৭তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল বেনজির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল মহিউদ্দীন মোঃ জাবেদ, চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পুলিশ সুপার জাহিদুল ইসলাম প্রমুখ।
রিক্রুট ব্যাচের ২১৫ জন সৈনিক ৬ মাসের প্রশিক্ষণ শেষে শপথ বাক্য পাঠ করেন। এরপর প্রশিক্ষনে শেষ্টত্ব অজর্নের জন্য ৩ জন সৈনিকের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এর আগে সৈনিকদল কুচকাওয়াজ প্রদর্শন করে। পরে বিজিবির মহা পরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম ভার্চুয়ালি সৈনিকদের উদ্দেশ্যে ভাষন পরে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিজিবির অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল বেনজির আহমেদ বলেন, তোমরা নিজ নিজ ইউনিটে যোগদানের পর পেশাগত জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলবে। মহাপরিচালক তোমাদের যা বললেন, সেটা অন্তরে ধারন করে আগামীতে পথ চলবে।