মোঃ আসাদুল্লাহ আল গালিবজে লা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩.৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
এর পরে বিকেলে ৪ টার দিকে চিরিরবন্দর উপজেলা পরিষদ হলরুমে ১২ ইউনিয়নের সাধারণ সদস্য ১০৮ ও সংরক্ষিত আসনের ৩৬ জন সদস্যদের শপথ করান উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)আয়েশা সিদ্দিকা।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে জনগনের খেদমত করার জন্য জনগণ আপনাদেরকে নির্বাচিত করেছেন, তাই আপনাদের কে সঠিকভাবে জনগণের খেদমত করার জন্য কাজ করতে হবে বলে আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দিকা।
শপথ গ্রহন অনুষ্টানে উপস্থিত ছিলেন, চিরিরবন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম তারিক, উপজেলা ভাইস চেয়ারম্যন শ্রী জ্যোতিষ চন্দ্র রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন মোছাঃ লায়লা বানু, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ইরতিজা হাসান, চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।