নিজস্ব প্রতিনিধি : পাবনার সাঁঁথীয়া থানার করমজা এলাকা থেকে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ । গত ১৫ সেপ্টেম্বর গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,(মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মোŦ এরশাদুর রহমান এর নেতৃত্বে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল পাবনা জেলার সাঁথীয়া থানাধীন করমজা ইউনিয়নের সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১,০০৯ পিস মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়,যাহার মূল্য অনুমান ২,০১,০০৯(দুই লক্ষ একহাজার নয়) টাকা। গ্রেফতারকৃত আসামী ১। এসএম বজলুর রহমান নান্নু(৪২),পিতা-মোŦ মজিবর রহমান, সাং-শানিলা , ২। মো : রাসেল রানা (২৮ ),পিতা-মৃত শাজাহান ,সাং-হাটুরিয়া , ৩। মো: মোতালেব (২৫), পিতা মোŦ রহম সরকার , সাং-পাচুরিয়া। সর্ব থানা- বেড়া ,জেলা -পাবনা । গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পাবনা জেলার সাঁথীয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর ২৯ (ক)/৩৮ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর। র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।