নকলা প্রতিনিধি : শেরপুরের সাবেক এমপি মিজানুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে । আজ ২৭ ফেব্রুয়ারি রবিবার নকলা পাইলট মডেল স্কুলে উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে সাবেক এমপি মিজানুর রহমান এর স্মরণসভায় অনুষ্ঠিত হয় । স্মরণসভায় বক্ত্যাগণ বলেন শেরপুর ২ আসনের এমপি মিজানুর রহমান একাধারে একজন এমপি , একজন উপজেলা চেয়ারম্যান, ডিগ্রি কলেজের অধ্যক্ষ , উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছেন দক্ষ সংগঠন হিসাবে আওয়ামী রাজনীতিতে বিশেষ ভূমিকা রেখেছেন ।
স্মরণসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন , সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান শাহ্ বোরহান উদ্দিন ও মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক আবুল মনসুর , শিক্ষা বিষয়ক সম্পাদক আলতাব আলী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আলহাজ মাজহারুল আনোয়ার মহব্বত, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট মাহবুবুল আলম সোহাগ সহ আওয়ামী রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা ।