বান্দরবানে ৭৭ টি অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বান্দরবান রিজিয়ন

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে গরীব দুস্থ অসহায় মানুষকে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবান রিজিয়ন।

আজ ৩ মার্চ বৃহস্পতিবার সকালে বান্দরবান স্টেডিয়ামে মাঠ প্রাঙ্গনে সেনা জোন এর আয়োজনে এক বিশেষ অনুদান এবং আর্থিক সাহায্য সহযোগীতার আয়োজন করে বান্দরবান সেনা রিজিয়ন।

উক্ত অনুষ্ঠানে প্রতিবন্ধিদের হুইল চেয়ার এবং অসহায় কর্মহীনদের মাঝে রিক্সা, ভ্যান, সেলাই মেশিন, দরিদ্র কৃষকদের মাঝে পানির পাম্প সহ ৭৭ পরিবারকে আর্থিক সহায়তা বাবদ প্রায় ৬ লক্ষ টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জোন কমান্ডার বান্দরবান জোন সহ আরোও অনেকে।

রিজিয়ন কমান্ডার বলেন বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সহ সকল জাতি ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।

বান্দরবানে ৭৭ টি অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বান্দরবান রিজিয়ন
Comments (0)
Add Comment