পাবনা পৌরসভায় ঐতিহাসিক ৭ মার্চ উৎযাপিত

রফিকুল ইসলাম সুইট : পাবনা পৌরসভার আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ।
এ উপলক্ষে সোমবার সকাল ৯টায় পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধানের নেতৃত্বে কাউন্সির গণ ও কর্মকর্তা কর্মচারীরা পাবনা জেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুর্ষ্পাঘ অর্পন করেন। বিকেলে বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বরে পৌর মেয়র শরীয় উদ্দিন প্রধান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মো. নুরুল আলম বিশ্বাস লিন্টুর উপাস্থাপনায় অনুষ্ঠানে অংশ গ্রহন করেন বিশিষ্ট ব্যবসায়ী সামাজিক ব্যাক্তিত্ব ইদ্রিস বিশ্বাস, পাবনা জেলা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, ৭১ এর মুক্তিযোদ্ধা পাবনা সদর ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলী জব্বার, পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক, পাবনা পৌরসভার বিএপিএস সভাপতি আব্দুল লতিফ প্রমূখ। কোরান থেকে তেলোয়াত করেন হাফেজ মো. আব্দুল্লাহ আল মামুন, গীতা থেকে পাঠ করেন শ্রী অরুন কুমার চক্রবর্তী।

অনুষ্ঠানে বক্তরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৩ বার পাবনায় আসছেন। তার বক্তব্যে পাবনার মানুষ ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পরেছিল। জাতির পিতার ৭ মার্চেও বক্তব্য প্রত্যেকটি শব্দ একটি মহাকাব্য। এই ভাষনেই সমস্ত জাতিতে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ঝুদ্ধে অংশ গ্রহন করেছিল। নতুন প্রজন্মেও মাধ্যে এর চেতনা ছড়িয়ে দিতে হবে।

 

পাবনা পৌরসভায় ঐতিহাসিক ৭ মার্চ উৎযাপিত
Comments (0)
Add Comment