কাপ্তাই অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন-সভাপতি আবু বক্কর-সম্পাদক দিদার

মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার : রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি. নং- চট্র-১৮৪৩ কাপ্তাই নতুন বাজার শাখা পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) কাপ্তাই নতুন বাজার অটোরিকশা সমিতি কার্যলয়ের ত্রি-বার্ষিক নির্বাচন সকাল ৯ টায় শুরু হয়ে টানা বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে সুশৃংখলভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শফিকুল আলম, সদস্য সচিব মোহাম্মদুর রহমান ও সদস্য উপ কমিটি রাত সাড়ে ৭টার সময় বেসরকারিভাবে নির্বাচিতদে ফলাফল ঘোষণা করা করেন।

নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ে ১২ সদস্য বিশিষ্ট কমিটিতে যারা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তারা হলেন, সভাপতি পদে চেয়ার প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন, আবু বক্কর ছিদ্দিকী, সহ-সভাপতি পদে মোবাইল সেট প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন, মো. আব্দুর রহমান, সাধারণ সম্পদক পদে চাকা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন, মো. দিদারুল আলম, সহ-সাধারণ সম্পাদক পদে টেবিল প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন, মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক পদে গোলাপ ফুল প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন, মো. রাসেল ফকির, সহ সংগঠনিক সম্পাদক পদে হাঁস প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন, মো. মিয়া চাঁন, অর্থ সম্পাদক পদে আনারস প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন, মো. জসিম উদ্দিন দুদু, দপ্তর সম্পাদক পদে মোরগ প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন, মো. ফারুক, প্রচার সম্পাদক পদে কলস প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন, মো. নাছির, কার্যকরী সদস্য পদে জগ প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন, মো শহিদুল্লাহ ও পদ্ম ফুল প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন, মো. শামীম।

নবাগত সভাপতি আবু বকর ছিদ্দিকি জানান, কাপ্তাই নতুন বাজার অটোরিকশা চালক সমিতির সদস্য যারা আমাকে নির্বাচিত করেছেন, আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ প্রকাশ করছি। এছাড়া সমিতি এবং সকল সদস্যদের সমস্যা দূরীকরণসহ উন্নয়ন মূলক কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন। নির্বাচিত সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম বলেন, আমি সকলের প্রতি আন্তরিকতা প্রকাশ করছি। এবং কাপ্তাই নতুন বাজার শাখা অটোরিকশা চালক সকল সদস্যদের সকল উন্নয়নমূলক কাজ ও শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
৯/৩/২০২২ এই নির্বাচনে ১২ টি পদে সর্বমোট ২৭ জন প্রার্থী অংশ নেন। সে সময় আইন শৃঙ্খলা বাহিনি বিভিন্ন দলের নেতৃবৃন্দ নির্বাচন চলাকালিন সময় পরিদর্শন করে।

কাপ্তাই অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন
Comments (0)
Add Comment