সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে চিরিরবন্দরে পুলিশ চৌকির কাজের উদ্ভোধন

মোঃ আসাদুল্লাহ আল গালিব, জেলা প্রতিনিধি দিনাজপুর : সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য চিরিরবন্দর উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ চৌকি নির্মানের কাজ উদ্ভাবন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলা শহরের গুরুত্বপূর্ণ ৬ টি স্থানে এই পুলিশ চৌকির কাজে শুভ উদ্বোধন করা হয়।

স্থান গুলো হলো- চিরিরবন্দর পেট্রোল পাম্প, ড্যাফডিল স্কুল, রাণীরবন্দর সড়কের মাছ বাজার, ঘুঘুরাতলী বটগাছ, হাসপাতাল মোড় ও টিএন্ডটি মোড়।

এ সময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দিকা, সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আহসানুল হক মুকুল প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা জানান, সকাল ৭টা হইতে বিকাল ৫টা পর্যন্ত ট্রাক্টর সহ ভারী যানবাহন প্রবেশ করার উপর নিষেধাজ্ঞা সহ ফুটপাত দখল মুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।

সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে চিরিরবন্দরে পুলিশ চৌকির কাজের উদ্ভোধন
Comments (0)
Add Comment