সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি নীলফামারীতে ব্যপক উৎসাহ উদ্দিপনায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস নীলফামারীতে পালিত হয়েছে । বৃহস্পতিবার সকাল ১০ টায় নীলফামারী কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চত্বর থেকে একটি র্যালি শহর প্রদক্ষিণ শেষে ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও মহড়া প্রদর্শিত হয় । ভারপ্রাপ্ত জেলাপ্রশাসক আজাহারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ রমিজ আলম সদর উপজেলা নির্বাহি অফিসার জেসমিন নাহার।
এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মহড়ার মাধ্যমে দেখান হয় অতি দ্রুত সময়ে কিভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায় ও ছোটখাটো প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মোকাবেলা করতে হয়।