গোপালগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার শেখ ফজলুল করিম সেলিম এমপি স্বাধীনতার পক্ষের লোকজনকে শতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, আর যেন কোন অপশক্তি, স্বাধীনতা বিরোধী ক্ষমতা দখল করতে না পারে। তিনি বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন এটা হবে আমাদের আগামী দিনের অঙ্গিকার। তাঁর আদর্শকে ধারণ করে আমরা ভোগের নয়, ত্যাগের রাজনীতি করবো।
তিনি আজ মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ পৌরসভার ১২ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ২টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে বক্তৃতাদান কালে এ কথা বলেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মার্চ মাসে জন্ম গ্রহন করেছিলেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে আজও আমরা পাকিস্তানের গোলাম হয়ে থাকতাম। আল্লাহ তায়ালা ১৭ মার্চ বঙ্গবন্ধুকে বাঙালী জাতির মুক্তির জন্য পাঠিয়েছিলেন। পৌর মেয়র কাজী লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার,আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রমূখ বক্তব্য রাখেন।