পাইকগাছা (খুলনা) প্রতিনিধি। পাইকগাছায় টেকসই ভেড়িবাঁধ নির্মাণ, পানি সম্পদের সর্বোচ্চ ব্যবহার, খননকৃত ডিহি বুড়া খাল কৃষি ব্যবস্থাপনার সার্বিক উন্নয়নে জনসাধারণের জন্য অবমুক্ত রাখার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে দেলুটি ইউনিয়ানের দারুন মল্লিক ডিএইচকে মাধ্যমিক বিদ্যালের মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু। বক্তব্য রাখেন, আ’লীগ নেতা নলিনী কান্ত বৈদ্য, চঞ্চলা রানী মন্ডল, ডালিম রায়, রনধীর মন্ডল, সুকুমার কবিরাজ, আশিষ কুমার হালদার, নিরাপদ দফাদার, চম্পক বিশ্বাস, অঞ্জন মন্ডল, তরুন সরকার, সুভাষ মন্ডল, নীশিত মজুমদার, পলাশ রায়, নিরঞ্জন সরদার, অলোক ঘোষ, অশোক কুমার গোলদার, শেখ শহিদুল ইসলাম, রাম টিকাদার। বক্তারা বলেন, মিষ্টি পানি ধরে রাখার আঁধার ডিহিবুড়া খাল কোন ভাবেই আমরা লবণ পানি তুলতে দেব না। জীবন দিয়ে হলেও প্রতিহত করব। আমাদের এলাকায় নেই কোন শিল্প কারখানা, নেই কোন আয়ের উৎস। আমাদের এই খালের পানি দিয়ে ধান, তরমুজ ও তিল চাষ করে জীবন-জীবিকা নির্বাহ করি। বক্তারা আরো বলেন, কিছু কুচক্রী হানাদারদের হাত থেকে ইউনিয়নবাসীকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলব।