পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা ও কয়রাসহ দক্ষিণাঞ্চলে উৎপাদিত কাঁকড়া চাষীরা প্রায় নিঃস্ব। অধিকাংশ ব্যবসায়ী কাজ-কর্ম ছেড়ে দিয়ে হতাশায় দিন কাটাচ্ছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে হ্যাচারীতে কাঁকড়া চাষ করলেও বাজারজাত না হওয়ায় সবই নষ্ট হয়ে যচ্ছে। এলাকার কাঁকড়া বিদেশে রপ্তানি করে প্রতিবছর কোটি কোটি টাকার রাজস্ব পেয়েছে সরকার, লাভবান হয়েছে চাষী, ব্যবসায়ী ও এর সাথে সংশ্লিষ্ঠরা। পাইকগাছা কাঁকড়া সমিতির সভাপতি দেবব্রত দেবু জানান, বিগত বছরে ৪/৫ টন করে কাঁকড়া চীন সহ কয়েকটি দেশে রপ্তানি হতো। যার মধ্যে ৯০ % কাঁকড়া রপ্তানি হতো চীনে। অখচ চলতি মৌসুমে চীন কাঁকড়া নেয়া বন্ধ করে দেয়ায় ৩/৪ হাজার লোক বেকার হয়ে পড়েছে। নিঃস্ব হয়েছে এবং মানবেতর দিন কাটাচ্ছে ব্যবসায়ীরা। দ্রুত চীনে কাঁকড়া রপ্তানির জন্য মানববন্ধন সহ বিভিন্ন প্রগ্রাম অব্যাহত রয়েছে। দ্রুত নিতে যাচ্ছে আমরন অনাশন কর্মসুচী। সর্বসাধারণ প্রধানমন্ত্রীর জোরালো হস্থক্ষেপ কামনা করছেন।