আবুল কালাম : আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আবারও আনার জন্য নৌকা মার্কায় ভোট দিতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা ও উন্নয়নের মার্কা হলো নৌকা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে সাম্প্রদায়িক শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। হিন্দু বৌদ্ধ খৃষ্টান ও মুসলমানেরা স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করছে। বাংলাদেশে মুসলিম এবং হিন্দুদের মধ্যে কোন ডিভিশন নেই। রবিবার দুপুরে আটঘরিয়া উপজেলার একদন্ত বারোয়ারি দূর্গা মন্দিরের ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্দির কমিটির সভাপতি অনিল চন্দ্র পালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা সরদার ইসমাইল হোসেন, একদন্ত ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সরদার, বিষ্ণু পদ হোড়, দীপক কুমার গুহ, স্বপন ঘোষ, জীবন কুমার কুন্ডু, গোপাল কুমার কুন্ডু প্রমূখ।
প্রধান অতিথি লাল আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সোনার বাংলায় পরিনত হয়েছে। বাংলাদেশের উন্নয়ন দেখে বিদেশিরাও আশ্চর্য হয়ে যাচ্ছে। দেশ নিয়ে এখন নানা ষড়যন্ত্র চলছে। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। মনে রাখতে হবে শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সকল জাতি নিরাপদ থাকবে।