নীলফামারীতে টিসিবি’র পন্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে ফ্যামলি কার্ডে মাধ্যমে টিসিবি’র পন্যসামগ্রী বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার ২০ শে মার্চ জেলা প্রশাসন ও টুপামারী ইউনিয়ন পরিষদের আয়োজন,রামগঞ্জ হাটে সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠপ্রাঙ্গনে ১২ টার সময় টিসিবি’র পন্যসামগ্রী বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, অতিরিক্ত (সার্বিক) প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ,সদর নির্বাহী অফিসার জেসমিন নাহার, টুপামারী ইউপি চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির প্রমুখ।প্রথম ধাপে তেল দুই লিটার , চিনি দুই কেজি, ডাল দুই কেজি মোট ৪৬০ টাকা দামে ফ্যামলি কার্ডধারীরা ডিলারের কাছে পন্য ক্রয় করবে। জেলায়১লক্ষ ৫৬ হাজার ৪৭১ জন এর আওতায় এসেছে। মাস ব্যাপী এ কার্যক্রম চলবে।তবে পন্য সামগ্রী ক্রয় করতে উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।

নীলফামারীতে টিসিবি'র পন্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন
Comments (0)
Add Comment