রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন,কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ শনিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে বান্দরবান জেলা দায়রা জজ মোঃ এহ্সানুল হক সভাপতিত্বে এই শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে জেলা দায়রা ও জজ আদালতে প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সম্মেলন কক্ষে শীর্ষক সেমিনার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিজ্ঞ যুগ্ন জেলা ও দায়রা জজ নিশাত সুলতানা সঞ্চালনায় জেলা দায়রা ও জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মে মুল প্রবন্ধ ও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতার বিষয়ক ২য় প্রবন্ধ ওঅতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হানিফ, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ খোরশেদ আলম সিকদারসহ বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ জজ ও ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ আইনজীবী এবং বিভিন্ন পর্যায়ের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে মুক্ত আলোচনা করেন এবং সবাইকে স্বাধীনতার আদর্শকে বুকে ধারণ করে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।