মাহফুজ আলম, কাপ্তাই (রাঙামাটি) থেকে : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) কাপ্তাই উপজেলা প্রশাসন, কাপ্তাই মুক্তি যোদ্ধা কমান্ড, পুলিশ বাহিনী, উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনসহ নানা রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্যকে স্মরণ করে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা সদরে সকাল ৭ টায় ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুভ সুচনা করা হয়। পরে কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত নবনির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ মুক্তি সোপানে কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর নেতৃত্বে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পর ধারাবাহিকভাবে কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রবের নেতৃত্বে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীরসহ কাপ্তাই পুলিশ বাহিনীর সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন, কাপ্তাই উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ড শাহাদাত হোসেনের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ যুবলীগ, ছাত্র লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মুক্তির সোপানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শুরু হয় দিনব্যাপী নানা কর্মসূচি।
কর্মসূচীর অংশ হিসাবে সকাল ৮ টায় কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়ানো, শিশু কিশোরদের নিয়ে কুচকাওয়াজ, মার্চপাস্ট, ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয।