নীলফামারীর ডোমারে ধর্মীয় নিয়ম মেনেই হল বারুনী স্নান ও মেলা উৎসব

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় রীতি মেনেই দিনব্যপী চলছে বারুনী স্নান উৎসব।
প্রতি বৎসর মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে বারুনী স্নান উৎসব হয়ে থাকে হিন্দুদের এ উৎসব (সৃতি চিন্তামনী) ধর্মগ্রন্থে লিপিবদ্ধ আছে। অগোচরে নিজ নিজ পাপ হতে পরিত্রান পেতে বারুনী স্নান করেথাকে হিন্দু ধর্মাবলম্বীরা, পুরোহিত প্রকাশ চক্রবর্তী জানান। ৩০ শে মার্চ বুধবার সকাল ৮ হতে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত মেলা চলে। নির্বিঘ্নে মেলা চালাতে স্থানীয় প্রশাসন হরিনচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা সকাল থেকেই গ্রাম পুলিশ, কমিটির লোকজনকে ব্যাপক নজর দারি করতে নির্দেশ দেন,কেউ যেন কোন বিশৃঙ্খলা ঘটাতে নাপারে।মেলায় মনিহারী, মাটির পুতুল, ঘোঁড়গাড়ি, নারুমুড়ি জিলাপি,ঢোল সহ বিভিন্ন দোকানের সমাগম ঘটে। ছোট ছোট শিশুদের বাঁশী ও ঢোলের বাজনায় হৈ হুল্লোড়ে কান পাতা ভার।অপর দিকে জারীগানের মধ্যে দিয়ে আলোর বাজার (পাঁড়ঘাট) নামক স্থানে বারুনী স্নান উৎসব প্রথবার অনুষ্ঠিত হচ্ছে,মেলায় অগনিত মানুষের সমাগম ঘটে।

নীলফামারীর ডোমারে ধর্মীয় নিয়ম মেনেই হল বারুনী স্নান ও মেলা উৎসব
Comments (0)
Add Comment