ডোমারে বাসন্তী পুজা সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে হিন্দু ধর্মাবলম্বীদের বাসন্তী পুঁজা ও প্রতিমা তৈরির মাটি লাগানো, ডেকোরেশন এর কাজ প্রায় শেষ প্রান্তে। উপজেলা হরিনচড়া ইউনিয়নের হংসরাজ গ্রামে কালীতলা হরিমন্দির প্রাঙ্গনে প্রতি বৎসরের ন্যায় ১৪ তম বাসন্তী পুজা সফল করতে ব্যপক প্রস্তুতি চালাচ্ছে হংসরাজ কালীতলা বাসন্তী পুজা উদযাপন কমিটি।সরজমিনে গিয়ে দেখা যায় প্রতিমার গায়ে মাটি লাগানো প্রায় শেষ পর্যায়ে, মন্ডবে চলছে গেটের ডেকোরেশন, লাইটিং ও অতিথিদের নিমন্ত্রণ কার্ড বিতরণ চলছে জোরে শোরেই।

কথা হলে আয়োজক কমিটির সমন্বয়ক সুজন চন্দ্র রায় (সজীব)ও পুরোহিত পরিতোষ চক্রবর্তী জানান চৈত্রী মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথির আগামী ৭ই এপ্রিল বৃহস্পতিবার বাসন্তী পুজা শুরু হবে,পরবর্তীতে সপ্তমী, অষ্টমী, নবমী, ১১ এপ্রিল সোমবার দশমীতে পুজার সমাপ্তি ঘটবে।মানুষের মঙ্গল কামনায় এ পুজাকরে হিন্দু সম্প্রদায়,বাসন্তী পুজা হলো হিন্দু ধর্মাবল্বীদের কল্ল্যানার্থে এক মাত্র পুজা (আর দুর্গাপুজা হলো অকাল পুজা)। ডোমার উপজেলা পুজা উদযাপন পরিষদের আহব্বায়ক রামচন্দ্র বর্মন এর সাথে কথা হলে জানান ডিজে গান পরিহার করে ধর্মে রিতি ও নিয়ম শৃঙ্খলা মেনেই নিজ নিজ স্থানের কমিটিকে বাসন্তী পুজা পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রাসেল রানার সাথে পুজা বিষয়ে কথা হলে বলেন পুজো পালন করা হলো হিন্দু সম্প্রদায়ের নাগরিক অধিকার,তাদের ধর্ম সফল ভাবে পালন করতে আমার স্থানীয় প্রশাসন সর্বাত্মক ভাবে সহযোগিতা করবে।

বাসন্তী পুজা
Comments (0)
Add Comment