নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়া থানা পাড়া এলাকার শ্রী মতি সুজাতা দাস পরের বাড়িতে গৃহপরিচালিকার কাজ করে সংসার চালাতেন। ছিল না মাথা গোঁজার ঠাঁইও। এই নারীর একটু মাথা গোঁজার ঠাঁই দিতে এগিয়ে আসলো পুলিশ। তার দুর্দশা দূর করতে জমিসহ একটি আধা পাড়া ঘর করে দিল পুলিশ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দেশের ৬৫৯ থানায় ‘সার্ভিস ডেস্ক’ উদ্বোধন করেছেন এবং গৃহহীন পরিবারের জন্য পুলিশের নির্মিত ৪০০টি বাড়ি হস্তস্তরর করেছেন।
প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি পুলিশের দু’টি মানবিক উদ্যোগের উদ্বোধন করেন। এরই অশং হিসেবে পাবনার আটঘরিয়ায় থানায় ১জন অসহায় পরিবারকে গৃহ হস্তান্তর করা হয়।
আটঘরিয়া থানা চত্বর থেকে এ অনুষ্ঠানের অংশ নেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, ওসি তদন্ত নয়ন কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহায়মীন হোসেন চঞ্চল, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রানা, একদন্ত ইউপি চেয়ারম্যান আলাল সরদারসহ স্থানীয় বিশিষ্ট জনেরা ও সাংবাদিকবৃন্দ।