রিয়াজ হোসেন লিটু, নাটোর প্রতিনিধি : ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন রাজ্জাক নাটোরে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন আব্দুর রাজ্জাক। তিনি নাটোর সদর উপজেলার চন্দনপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। তিনি পেশায় মসজিদের ইমাম। নাটোরের কানাইখালী ওয়ালটন প্লাজায় শনিবার দুপুরে (৯ এপ্রিল) আব্দুর রাজ্জাকের হাতে প্রধান অতিথি নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ ও বিশেষ অতিথি জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের নির্বাহী পরিচালক আমিন খান ওই টাকার চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কানাইখালী ওয়ালটন প্লাজার ম্যানেজার আবু তাহের সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর সদর থানার ওসি নাসির আহমেদ, ওয়ালটনের রাজশাহী ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার সুমন চন্দ্র বসাক, এরিয়া ম্যানেজার বাণিজ মিয়া, ক্রেডিট মনিটর মো. নওশাদ আলম, মিজানুর রহমান প্রমুখ। আব্দুর রাজ্জাক জানান, মাত্র ৩০ হাজার ৯৯০ টাকা দিয়ে তিনি ওয়ালটনের ফ্রিজ কিনে লটারি জিতে মিলিনিয়ার হয়েছেন। তিনি বলেন, ‘জীবনে প্রথম কোনো পুরস্কার পেলাম। একটা ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছি, ভাবতেও অবাক লাগছে। ক্রেতাদের দেয়া প্রতিশ্রুতি শতভাগ রক্ষা করায় ওয়ালটনকে ধন্যবাদ জানান আব্দুর রাজ্জাক।