সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : সারা দেশের ন্যায় নীলফামারীর ডোমারে মুজিববর্ষ উপলক্ষে থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স’র উদ্বোধন এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর করা হয়েছে। রবিবার (১০ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স ও গৃহহীনদের ঘর হস্তান্তরের উদ্বোধন করেন। একই সময় ডোমার থানা হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন ডোমার থানা পুলিশ।
এসময় ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম, এসআই শাহ আলম, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের দায়িত্বরত কর্মকর্তা এসআই ঠাকুর দাস রায়, এএসআই জেসমিন আক্তার,সাংবাদিক রতন কুমার রায়, রওশন রশীদ, আব্দুল্লাহ আল মামুন, ইয়াছিন মোহাম্মদ সিথুন, সত্যেন্দ্রনাথ রায় ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।পরবর্তিতে বড় রাউতায় নব নির্মিত ঘরের জমির দলিল ও চাবি গৃহহীন মৃত মোজাম্মেল হকের স্ত্রী লাইলী বেগমের হাতে হস্তান্তর করা করেন।