নীলফামারীতে দশ মিনিটের শিলাবৃষ্টিতে ঘরবাড়ি-গাজপালা-সহ খেতের ব্যাপক ক্ষতির আসংঙ্কা

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলার ডোমার, ডিমলা, জলঢাকা উপজেলায় ১০এপ্রিল রবিবার শিলাবৃষ্টি ও দমকা হাওয়া কৃষকের ব্যপক ক্ষতি হয়েছে।জেলা সদর সহ বিভিন্ন গ্রাম ও চরাঞ্চলের উপর দিয়ে শিলা বৃষ্টি ঝড় বয়েগেছে।উঠতি ফসল ভুট্রা, ধান, পাট, মরিচ ও ফুল-ফলের ব্যাপক ক্ষতি হয়েছে।প্রায় তিনশতাধিক বাড়িঘরসহ শতাধিক গাছপালা দুমড়ে-মুচড়ে পড়েগেছে।

তবে, কোথাও প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি, সংযোগ তারের ওপর গাছ পালা উপড়ে পরেছে। ঝড়ের তান্ডবে আধাপাকা,দোকানপাট, বিদ্যুৎতের খুঁটি, কয়েক স্থানে ঘড়ে গাছের ডাল পড়ে আহত হওয়ার খবর জানা গেছে। কথা হলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি)আবুবক্কর সিদ্দিক বলেন শিলাবৃষ্টি ও ঝরে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত তালিকা প্রনয়নে কাজ করছে আমাদের লোকজন।

 

নীলফামারীতে দশ মিনিটের শিলাবৃষ্টি
Comments (0)
Add Comment