রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শুভ নববর্ষ। নববর্ষের আকর্ষনীয় কর্মসুচী ছিল বর্ণাঢ্য র্যালী। র্যালীতে অংশগ্রহণ করেন পাবনা শতাধিক প্রতিষ্ঠান ও সংগঠন। বিচারকদের মূল্যায়নে এবারের র্যালীতে শ্রেষ্ঠ হয়েছেন পাবনা জেলা কারাগার।
বৃহস্পতিবার সকালে ৯টায় পাবনা জেলা প্রশাসনের আয়োজনের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বর থেকে বর্ণাঢ্য রালী বের হয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য র্যালীতে পালকী, গরুর গাড়ী, ঘোড়ার গাড়ী, কুড়ে ঘর, বরযাত্রী, চাষী, কামারসহ আবহ বাংলার বিভিন্ন সংস্কৃতিক চিত্র উঠে এসেছে। বিচারকদের মূল্যায়নে এবারের র্যালীতে শ্রেষ্ট হয়েছেন পাবনা জেলা কারাগার, দ্বিতীয় হয়েছেন বিসিক এবং তৃতীয় হয়েছেন পাবনা ইমাম গাযযালী স্কুল এন্ড কলেজ। সকাল সাড়ে ৯ টায় পাবনা শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রেষ্ঠ হওয়ায় পাবনা জেলা কারাগারের জেল সুপার শাহ আলম খান এর হাতে পুরস্কার তুলে দেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, ডিডি এলজি মোকলেসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার, এডিএম আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুল রহিম পাকন, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান প্রমূখ।