দুই বছর পর রাঙামাটিতে নানা আয়োজনে বাংলা নববর্ষ জাঁকজমকপূর্ণ উদযাপন

মাহফুজ আলম, কাপ্তাই( রাঙামাটি) থেকে : বৃহস্পতিবার ( ১৪ এপ্রিল) সকালে বাংলা নববর্ষ উপলক্ষে পার্বত্য জেলা পরিষদ ও রাঙামাটি জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন বনরুপা থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা পরিষদ প্রাঙ্গন ঘুরে গিয়ে সমাপ্ত হয়।

এই সময় শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার – এমপি।

শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পুলিশ সুপার মীর মোদদাছ্ছের হোসেনসহ, সকল শ্রেনীর নারী পুরুষ।

পরে শিল্পীদের অংশগ্রহণে নাচ-গানে মেতে উঠে বাংলা নববর্ষের মাঠ। শোভাযাত্রায় নানা সাজে সজ্জিত অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার বিতরণ ও শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

দুই বছর পর রাঙামাটিতে নানা আয়োজনে বাংলা নববর্ষ জাঁকজমকপূর্ণ উদযাপন
Comments (0)
Add Comment